Back

QNA-1

আমরা সবাই ছোট থেকে একটা রুলস মুখস্থ করতে থাকি যে, ‘পাহাড়, পর্বত, কিংবা দ্বীপের নামের পূর্বে The বসে।’

প্রথমত, এই রুলসটা মুখস্ত করা লাগবে কেন? কোনো কিছুর নাম তো proper noun. যেহেতু একটা পাহাড়, পর্বত বা দ্বীপের নাম নির্দিষ্ট করে বলেই দিছে, তাহলে আমাদের জ্ঞান অনুযায়ী এই noun এর পূর্বে The বসানোর কথা ছিলো। কিন্তু Everest এর আগে আমরা The বসাতে পারবো না। কারণ ‘ব্যাতিক্রম’ বলে যে কিছু একটা সবসময়ই আমাদের পিছে আঠার মতো লেগে থাকে, সেটা ভুলে গেলে চলবে?😁

⭐ 𝐂𝐞𝐲𝐥𝐨𝐧 (former name of Sri lanka),

𝐉𝐚𝐯𝐚 (world’s most populous island, commonly used as a central region of Indonesia),

𝐒𝐚𝐧𝐝𝐰𝐢𝐩 (commonly used as an upazila of Chattogram District) এই ৩টা দ্বীপের নামের পূর্বে The বসে না। কারণ এগুলো দ্বীপ হলেও, একটি দেশের উপজেলা বা অঞ্চল হিসেবে বেশি কাজ করে।

⭐ 𝐄𝐯𝐞𝐫𝐞𝐬𝐭 বলে কোনো পর্বত নেই। 𝐌𝐨𝐮𝐧𝐭 𝐄𝐯𝐞𝐫𝐞𝐬𝐭 হচ্ছে পর্বতের নাম। আমরা শর্টকাট ও সহজে বলতে গিয়ে Everest বলে ফেলি। তাই Everest এর আগেও The বসবেনা। এখানে Mount Everest উল্লেখ থাকলে The বসাতে হতো।

⭐⭐⭐ 𝐄𝐯𝐞𝐫𝐞𝐬𝐭 is so high.

The 𝐌𝐨𝐮𝐧𝐭 𝐄𝐯𝐞𝐫𝐞𝐬𝐭 is so high.

আশা করি সব কনফিউশন দূর হলো!😄

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *